রায়হান হত্যা: রিমান্ড শেষে আকবর কারাগারে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৯:০৬

সিলেট থেকে:

রায়হান হত্যা মামলার আসামী সিলেট ফাঁড়ির সাবেক এসআই আকবর হোসেনকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিম ব্যুরো অব ইনভেস্টিগেশন।

আসামী আকবরের পক্ষে কোন আইনজীবী না থাকায় তিনি নিজেই তার জামিন আবেদন করেন। তবে আদালত তা না মন্জুর করে দেয়।

প্রসঙ্গত, ১১ অক্টোবর রায়হান নামের এক ব্যাক্তিকে পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতনের অভিযোগ প্রমাণের ভিত্তিতে এসআই আকবরকে আদালতে নেয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top