ফকিরহাটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৩ কোটি টাকা দেওয়া হয়

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০৫:২০

 ফকিরহাটে জাতীয় সমাজসেবা দিবসে অনলাইনে গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) সরকারি সেবা দ্রুত সময়ে পৌঁছে দেওয়ায় বিশেষ অবদানের জন্য  তাহমিনা খাতুনকে সেরা সমাজকর্মীর ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বছরে প্রায় ১৩ কোটি টাকা আসে সরকারের পক্ষ থেকে। রবিবার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে "মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা" প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন দাশ বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়াচ্ছ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সবুর আলী বলেন, ফকিরহাটে ৮ উপজেলার ১১ হাজার ১৬০ জন দরিদ্র মানুষকে দুস্থ, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা, বৃদ্ধ ভাতাসহ বিভিন্ন ধরনের মাসিক ভিত্তিতে বার্ষিক প্রায় ১৩ কোটি টাকা ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে মোজনে আরা খাতুন ও অনলাইনে গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) সরকারি সেবা পৌঁছে দেওয়ায় বিশেষ অবদানের জন্য তাহমিনা খাতুনকে সেরা সমাজকর্মীর ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top