ফকিরহাটে ট্রাক-থ্রিহুইলারের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

বাগেরহাটের ফকিরহাট থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০৩:৩১

ফকিরহাটে ট্রাক-থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-থ্রিহুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ মাদ্রাসা শিক্ষার্থী। শনিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে রাতে খুলনা থেকে মাহিন্দ্রাযোগে ছয় হাফেজ মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। ঘন কুয়াশার কারণে পথে বিপরিতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি চার হাফেজ ও মাহিন্দ্রাচালক আহত হন। তাদের মধ্যে ৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন , দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে ঘটেছে এ দুর্ঘটনা।


এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top