ঈশ্বরদীতে গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিলেন এসপি

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০৪:৩৫

ঈশ্বরদীতে গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিলেন এসপি

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ১০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। তখন যেন উষ্ণতার ছোঁয়ায় জেগে ওঠেন স্টেশন এলাকায় জুবুথুবু হয়ে ঘুমানো বৃদ্ধ-পথশিশু।

এসপি মহিবুল ইসলাম খান বলেন, 'শীতে যারা রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলো শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে আরও কাজ করবো। এসময় অনেকেই বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। বিনয়ের সঙ্গে এসপি দোয়া চাইলেন।'

এসময় উপস্থিত ছিলেন, এমপির সাথে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম, ঈশ্বরদীর থানার ডিএসবি ইন্সপেক্টর (ইনচার্জ) শেখ মোঃ মোবারক পারভেজ ও ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলামসহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: ঈশ্বরদী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top