মমেকে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০১:৩৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এদের মধ্যে দুজন করোনায় ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন আছেন মোট ৭৩ জন রোগী। চিকিৎসাধীন ৭৩ জনের মধ্যে করোনা পজিটিভ ৩৭ জনের। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৯৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।