ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি বেকারিতে জরিমানা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০৬:০৩
বাগেরহাটের ফকিরহাটে বিএসটিআই এর সিল না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও বিক্রির অপরাধে দুইটি বেকারিতে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে মা বেকারিকে ১০হাজার ও মায়ের দোয়া বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার এই জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার বলেন একটি বেকারিতে বিএসটিআই এর সিল না থাকায় এবং অন্য বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।