বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আ‌ড়িয়াল খাঁ নদীতে ট্রলারডু‌বি, উদ্ধার ৩ জন

ব‌রিশা‌ল থেকে | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫০

আ‌ড়িয়াল খাঁ নদীতে ট্রলারডু‌বি, উদ্ধার ৩ জন

ব‌রিশা‌ল সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী ট্রলার ডু‌বে নিহত হয়েছেন তিনজন। এ সময় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম এ তথ্য নিশ্চিত করে ব‌লেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। পরে সকা‌লে সংবাদ পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নি‌খোঁজের সংবাদ ছি‌ল আমা‌দের কা‌ছে। তবে ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ব‌লেন, সিরাজগঞ্জ থে‌কে ট্রলারে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশে আস‌ছি‌ল কিছু মুসুল্লি। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ডু‌বে যায় ট্রলার‌টি। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে তাদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top