ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা হিলিতে

হিলি থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩০

ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা হিলিতে

দিনাজপুরের হিলিতে সম্ভবনা রয়েছে ভুট্টার বাম্পার ফলনের। কৃষকরা ধান গমের পাশাপাশি মনোযোগ দিয়েছেন ভুট্টা চাষে। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।

কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৩১৫ হেক্টর জমিতে। সরিষার বেশি চাষাবাদের কারণে ভুট্টার চাষ কিছুটা কমে গেছে। তবে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যায়, কৃষকেরা ভুট্টার গাছের পাশ দিয়ে আইল দিয়েছেন। তার সঙ্গে পানি সেচ দিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছেন। ভুট্টার প্রতিটি গাছে ইতোমধ্যে শুরু করেছে ফল ধরতে।

গত বছর কৃষকেরা প্রতিমণ ভুট্টার দাম পেয়েছিলন ৬০০ থেকে ৭০০ টাকা। এবারও তারা ভোলো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার ব্যপারে আশাবাদী তারা। হিলির ভুট্টা চাষি রফিকুল ইসলাম বলেন, ‘গতবার আমি ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম, দামও ভালো পাইছি। তাই এবছর আমি ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করছি। আশা করছি ভাল ফলন পাবো।’

এদিকে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, হিলিতে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩১৫ হেক্টর। ইতোমধ্যে তা অর্জন হয়েছে। আলুচাষিরাও ক্ষেত থেকে আলু তুলে ভুট্টা চাষ করেছেন। আমরা সরকারিভাবে ২৫০ জন ভুট্টা চাষিকে ২ কেজি হাইব্রিট ভুট্টা বীজ ও ৩০ কেজি সার বিনামূল্যে বিতরণ করেছি। আশা করি আগামীতে ভুট্টা চাষ আরও বৃদ্ধি পাবে।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top