গোপালগঞ্জে অবধৈভাবে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩০
গোপালগঞ্জ থেকে:
গোপালগঞ্জের মুকসুদপুর বাওড়ে নিজস্ব মালকিানাধীন জমিতে অবধৈভাবে খাল খনন বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজলোর ৮টি গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন র্কমসূচী পালন করে।
বৃহস্পতবিার সকাল ৯টার দিকে মুকসুদপুর বাওড় সংলগ্ন পশ্চমি কদমপুর ভাঙ্গাপোল বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন র্কমসুচি পালন করে। মানববন্ধনে উপজলোর কয়েক’শ জমির মালিক ও কৃষক অংশ নেন।
এসময় তারা আভিযোগ করেন, মুকসুদপুরের ভুমিদস্যুরা নিজেদের স্বার্থে অবৈধভাবে হাজার হাজার মানুষের নিজস্ব মালিকানাধিন জমি, বাওড়ে খাল খননের নামে অবৈধভাবে দখল করাসহ সরকারী অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। এসময় দ্রুত খাল খনন বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।