মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ১৪
মহেশপুর থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ২২:৫৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১৪ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। তাদের মধ্যে তিন জন পুরুষ, ১০ জন নারী ও এক শিশু রয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজিবির মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জিরো লাইন ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করে। আটককৃতরা তাদের বাড়ি বগুড়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, খুলনা, নড়াইল ও মাগুর জেলায় বলে দাবি করে। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানাতে সোপর্দ করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মহেশপুর অনুপ্রবেশকাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।