কোটালীপাড়ায় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নে অবহিতকরণ সভা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৯:৩৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নে উপজেলা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাশ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম সোহাগ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, এডভোকেট বিজন বিশ্বাস, তুষার মধু, শ্যামল কান্তি বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, ভীম বাগচী বক্তব্য রাখেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গোপালগঞ্জ জনশুমারি গৃহগণনা স্থায়ী শুমারি সভা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।