স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মে ২০২২, ২৩:৪৩

স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার দায়ে রওশন আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৯ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায়ে একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রওশন আলী ফটিকছড়ি উপজেলার মতিননগর গ্রামের মৃত ফোরকান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের অতিক্তি পিপি লোকমান হোসেন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের জুন মাসে স্ত্রী মমতাজ বেগম ও শিশু কন্যা আকলিমাকে শ্বাসরোধ করে হত্যা করেন রওশন আলী। পরে পাশের বাগানবাজার এলাকায় একটি চা বাগানের কূপে মরদেহ ফেলে দিয়ে গা-ঢাকা দেন। এরপর মেয়ে, জামাতা ও নাতনির সন্ধান না পেয়ে মমতাজের পিতা ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে থানায় হত্যা মামলা করে খুনের রহস্য উন্মোচন করে পুলিশ। ১৯৯৭ সালে রওশনকে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্ত শেষে ১৯৯৮ সালের ২০ জুলাই রওশন আলীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ মামলার বিচারে রাষ্ট্রপক্ষে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রোববার রায় ঘোষণা করেন। তবে মামলার বিচার চলাকালে ২০১০ সালে জামিনে গিয়ে পালিয়ে যান রওশন আলী। আদালত রায় ঘোষণা শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top