গোপালগঞ্জে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০
গোপালগঞ্জ থকে:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের মিয়াসহ পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার রতাল শফিজদ্দিন এবাতেদায়ী মাদ্রাসায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মো: আলী আজগর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আব্দুল কাদের মিয়া যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলে আমাদের সিকির বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান রাজাকাররা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে জড়িত। আমার ভাই মো: শওকত আলী বর্তমান সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ছাত্রজীবনে তিনি বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
তিনি আরো বলেন, কিছু ছাত্র নামধারী ব্যক্তি হেয় প্রতিপন্ন করার জন্য আমার পিতা আব্দুল কাদের মিয়া ও ভাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: শওকত আলীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এ বিষয়ে আমার ভাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: শওকত আলী বাদী হয়ে ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, জিএস জামির, ভিপি ছোটনসহ ১২ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আব্দুল কাদের মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।