জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরন, র‌্যালী ও আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৪:২৮

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরন, র‌্যালী ও আলোচনা সভা 

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের দ্বিতীয় দিনে মাছের পোনা অবমুক্তকরন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, মডেল থানার ওসি আবুল হাসনাত খান, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, রুকশানা বারী রুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম প্রমুখ। এ সময় বিভিন্ন মৎস্যচাষীগন উপস্থিত ছিলেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top