সেই নবজাতককে সরকারি নিবাসে পাঠাতে চায় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৬:২৩

সেই নবজাতককে সরকারি নিবাসে পাঠাতে চায় প্রশাসন

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার মায়ের পেট ফেটে রাস্তায় ভূমিষ্ঠ হওয়া সেই কন্যাশিশুটি চিকিৎসার পর এখন সুস্থ আছে। শিশুটিকে ঢাকার আজিমপুরে ছোটমণি শিশু নিবাসে পাঠাতে চান ময়মনসিংহের প্রশাসন। তবে এ বিষয়ে এখনও মতামত জানায়নি শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, শিশুটির চিকিৎসাসহ ভবিষ্যতের কথা বিবেচনা করে ছোটমণি নিবাসে পাঠানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিস্তারিত বলতে পারবেন।

সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. ওয়ালী উল্লাহ জানান, শিশুটিকে ঢাকার ছোটমণি নিবাসে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিলেও এখনও রেজুলেশন হয়নি। সরকারি নিবাসে থাকলে ছয় বছর পর্যন্ত শিশুটির থাকা-খাওয়া, চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয় তবে তা পরিবারের মতামতের ভিত্তিতেই হবে। এ ছাড়া শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে আদালতের মাধ্যমে নিতে হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top