শোকাবহ আগস্টে ফকিরহাট হাসপাতালে সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচী
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ১০:১১
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচী গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ্-এর সভাপতিত্বে শোক দিবস পালনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও শোক দিবস পালন কমিটির সদস্য ডা. শিশির বসু বুধবার (১০ আগস্ট) সাংবাদিকদের জানান, সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা হাসপাতালের বহিঃবিভাগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়, মায়েদের মাতৃদুগ্ধ পান শিক্ষা, সপ্তাহে একদিন বিনা মূল্যে আলট্রাসোনোগ্রাম করা, রোগীদের ভায়া পরীক্ষা করা, বয়স্কদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান, শিশু স্বাস্থ্য শিক্ষার বিষয়ে ওরিয়েন্টেশন ও শোক দিবসে রোগীদের উন্নত পথ্য বিতরণ করা। এসব সেবা কর্মসূচী ১৪ আগস্ট পর্যন্ত চলবে বলে তিনি জানান।
এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত করা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর মুর্যাল পুস্পস্তবক অর্পন, হাসপাতাল মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো.মহিবুল্লাহ্ বলেন, শোকের মাসে সপ্তাহব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে আমরা জনগণকে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছি। এছাড়াও নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।