১৮ ঘণ্টা সাগরে ভাসার পর ফিরেছেন ১৭ জেলে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৬:২৮
নিম্নচাপের কারণে গত বৃহস্পতিবার থেকে সাগর উত্তাল ছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর প্রায় ১৮ ঘণ্টা সাগরে ভেসে থেকে শনিবার (২০ আগস্ট) সকালে দুবলার ভেদাখালীর চরে এসে ওঠেন ১৭ জেলে। তাদের মধ্যে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
পূর্ব সুন্দরবনের দুবলারচরের ভেদাখালী থেকে মোবাইল ফোনে শনিবার দুপুর ১২টায় ডুবে যাওয়া ফিশিংবোট "এফবি মায়েরদোয়া" এর মাঝি ভোলার দৌলতখান উপজেলার মো. জসিম জানান, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশনের মাইনুদ্দিন ঘাট থেকে ২০ জেলেসহ তাদের ফিশিংবোট মায়েরদোয়া নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হয়ে আসি। শুক্রবার বেলা ২টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুবলারচরের পূর্ব দিকে গভীর সাগরে ঢেউয়ের আঘাতে তাদের বোটের তলা ফেটে যায়। এসময় পাশে থাকা অন্য বোট তাদের দুই জন জেলেকে উদ্ধার করতে পারলেও তারা ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান।
বোটের বয়া, গ্যাস সিলিন্ডার ও বড় পানির বোতল ধরে তারা সাগরে ভাসতে থাকেন। একটানা ১৮ ঘণ্টা সাগরে ভেসে থেকে শনিবার সকাল ৮টার দিকে সুন্দরবনের ভেদাখালীর চরে এসে ওঠেন তারা। এ সময় পাথরঘাটা এলাকার একটি ট্রলার তাদের উদ্ধার করে।
উদ্ধারের পর জেলেরা জানায়, সাগরে ভাসার সময় সবুর (৩৬) নামে তাদের এক জেলে নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া ফিশিংবোটের মালিক চরফ্যাশনের আবু কোম্পানি। ঘটনার সময় আরো বেশ কয়েকটি ফিশিংবোট সাগরে ডুবতে দেখেছেন বলে মাঝি জসিম জানান।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে বলেন, ভেসে আসা জেলেদের পাথরঘাটা এলাকার একটি ট্রলারে রাখা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে পটুয়াখালী এলাকার দুটি ফিশিংবোট ঝড়ের দাপটে দুবলারচরের মেহেরআলী ও মাঝেরকেল্লায় চরে এসে আটকে যায় একটি ট্রলারের তলা ফেটে গেছে ঐ ট্রলার দুটির জেলেরা নিরাপদে আছে বলে জানান তিনি।
বিষয়: ট্রলারডুবি চরফ্যাশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।