রংপুরে ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা 

রংপুর থেকে | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০০:২২

পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে র‍্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

মাহমুদ হাসান মৃধা নিউজফ্ল্যাশ৭১-জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরো জানান, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ৪ টি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

এনএফ৭১/এবিআর/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top