'প্রজ্জ্বলিত গোপালগঞ্জ' এর কম্বল বিতরণ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮
গোপালগঞ্জে সামাজিক সংগঠন 'প্রজ্জ্বলিত গোপালগঞ্জ' এর উদ্যোগে দুই শতাধিক দু:স্থ ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান।
সামাজিক সংগঠন 'প্রজ্জ্বলিত গোপালগঞ্জ' এর সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার নজরুল ইসলাম হীরা, 'প্রজ্জ্বলিত গোপালগঞ্জ' এর সদস্য শিরিন আক্তার তানহা বক্তব্য রাখেন।
পরে দুই শতাধিক দু:স্থ ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
সামাজিক সংগঠন 'প্রজ্জ্বলিত গোপালগঞ্জ' এর সভাপতি সাগর আহমেদ বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সংগঠনটির সদস্যরা মাঠে থেকে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময় রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন সদস্যরা। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সব সময় সংগঠনটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।