চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৩:৪৮
জয়পুরহাট রেলস্টেশনে শুক্রবার (১১ নভেম্বর) ভোরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে কুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত রাহুল (২৪) বগুড়ার শিবগঞ্জের কালীপাড়া গ্রামের শাহরিয়ার রইচের ছেলে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জয়পুরহাট রেলস্টেশনে দায়িত্বরত সান্তাহার রেলওয়ে পুলিশ সদস্য আইয়ুব আলী জানান, ওই শিক্ষার্থী খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে জয়পুরহাট আসছিলেন। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন পার হওয়ার সময় তার খেয়াল হয় এখানে নামতে হবে। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, পরে রেলওয়ে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়: জয়পুরহাট কুয়েট শিক্ষার্থী নিহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।