জয়পুরহাটে ৩শ ৩০ হেক্টর জমিতে শীতকালীন মরিচ চাষ

নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪

 শীতকালীন মরিচ চাষ

জয়পুরহাট জেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে শীতকালীন মরিচের চাষ হয়েছে ৩ শ ৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে  জানা যায়, জয়পুরহাট জেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে শীতকালীন  ৩২০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ৩ শ ৩০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। এতে কাঁচা মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ ৮০ মেট্রিক টন। এছাড়াও জেলায় এবার গ্রীষ্মকালীন খরিপ-১ মৌসুমে ১৮৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়। যেখানে মরিচের উৎপাদন হয়েছিল ৩৪০ মেট্রিক টন মরিচ। গ্রীষ্মকালীন মরিচের সঙ্গে শীতকালীন মরিচ বাজারে আসতে শুরু করার ফলে দাম কিছুটা কমেছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।   

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  ভারপ্রাপ্ত উপ পরিচালক কৃষিবিদ জানান, আবহাওয়া ভাল থাকায় এবার মরিচের আবাদ ভাল হয়েছে। বাজারে আগাম জাতের মরিচের আমদানি হওয়ায় দাম একটু কমেছে বলে মন্তব্য করেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top