শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রংপুরে ৫ দিন অস্ত্র বহন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৩:২৫

রংপুরে ৫ দিন অস্ত্র বহন নিষেধাজ্ঞা

রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর থেকে পাঁচ দিন আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, ২৫ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন এবং চলাচল নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এ আদেশ জারি করেছে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আওতায় আসবেন।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top