জয়পুরহাট থেকে জামায়াতের ৩ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩, ১১:৪৩
জয়পুরহাটের কালাই উপজেলায় ইউনিয়ন জামায়াতের আমিরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারের একটি কিন্ডারগার্টেন স্কুলের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : অপব্যবহার হলেও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে: আইনমন্ত্রী
আটক ব্যক্তিদের মধ্যে আব্দুস সোবাহান (৬১) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতের আমির । তিনি ওই ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। অন্য দুজন হলেন- মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সোবাহান আলী (৪৫), থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম (৭১)। তারা দুজন জামায়াতের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সোবহানের নেতৃত্বে ২০-২৫ জন দলীয় নেতাকর্মী মোলামগাড়ী বাজারের একটি কিন্ডারগার্টেন স্কুলে জড়ো হন। তারা সবাই মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ খবর পেয়ে সেখানে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।