গোপালগঞ্জে শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ০১:৩৫

ছবি: নিউজফ্ল্যাশ৭১

গোপালগঞ্জ জেলায় ডিজিটাল প্লাটফর্ম অনলাইন ক্লাস পরিচালনায় বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের হল রুমে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক মো: মনোয়ার হোসেন।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস, সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: মহব্বত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: ইলিয়াছুর রহমান, শরিয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: এমারত মিয়াসহ সদর ও কাশিয়ানী উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকায় সরকারী নির্দেশনা মোতাবেক অনলাইনে পাঠদান কর্মসূচীতে বিশেষ ভূমিকা রাখায় স্কুল বিভাগে কোটালীপাড়া উপজেলার নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ সারথী চাকী, মাদ্রাসা বিভাগে গোপালগঞ্জ সদরের মহিলা কামিল মডেল মাদরাসার প্রভাষক মাফরুহা জামান, মুকসুদপুর উপজেলার লোহাচূড়া দা. উ. ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: ওয়াহিদুজ্জামান মিয়া এবং কলেজ বিভাগে মুকসুদপুর উপজেলার উজানী বিকেবি ইউনিয়ন ডিগ্রী কলেজের প্রভাষক মো: আরিফুজ্জামান মোল্যা, একই উপজেলার বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের প্রভাষক সংগীতা বৈরাগীকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সম্মাননা দেয়া হয।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্কুল বিভাগে কোটালীপাড়া উপজেলার নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা বিভাগে গোপালগঞ্জ সদরের মহিলা কামিল মডেল মাদরাসার ও গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদরাসা এবং কলেজ বিভাগে গোপালগঞ্জ শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ ও মুকসুদপুর উপজেলার বঙ্গরত্ন মহাবিদ্যালয়কে সম্মননা দেয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top