নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৩
রাজিউর রাহমান | প্রকাশিত: ৫ মে ২০২৩, ২১:১৬
নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. নিয়ন (২০) মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন চারজন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫) ও মো. আলমগীর (৩৩)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের এখানে দগ্ধ অবস্থায় ছয়জন এসেছিলেন। এদের মধ্যে ইলিয়াস আলী চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিলো।
বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় গতকাল। এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।