• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঈদযাত্রায় চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

শাকিল খান | প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৮:৫১

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার বাকি আর দুদিন। ইতোমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরায় এবার আর তেমন বেগ পোহাতে হচ্ছে না ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মানুষদের।

আজ সোমবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর ও মদনপুর দেখা যায়, অনেক স্থান ফাঁকা। যানবাহন চলাচল তুলনামূলকভাবে অনেক কম। হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এবার ভোগান্তি ছাড়াই ফিরতে পারবে মানুষজন।

মহাসড়কের সিংহভাগ অংশ নিয়ন্ত্রণ করা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ঈদে বাড়ি ফেরা মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফলে যানজট আর ভোগান্তিবিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ বাসের চালক আব্দুল আউয়াল জানান, ঈদকে কেন্দ্র করে আমরা প্রতিবছর যাত্রী পরিবহন কাজে ব্যস্ত থাকি। তবে এবার ঈদুল আজহায় সেরকম কোনো রকমের যানযট পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি।

এক যাত্রী বলেন, ঢাকার ভেতরে কিছুটা যানজট রয়েছে। তবে ঢাকার বাইরে মহাসড়কে আসার পর কোনো যানজট পাইনি। খুব সহজে কুমিল্লায় এসে পৌঁছালাম। সকাল সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়েছি। উত্তর বাড্ডা থেকে কমলাপুর আসতে সামান্য কিছু জ্যাম পেয়েছি। ঢাকা থেকে বের হওয়ার পর একটানে কুমিল্লায় এলাম। মনে হয় সর্বোচ্চ ২ ঘণ্টার মতো সময় লেগেছে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম জানান, মানুষের ঈদযাত্রা ভোগান্তিবিহীন ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷ 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top