পদযাত্রায় ত্রিমুখী সংঘর্ষ, বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শাকিল খান | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ২২:০০
ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ফেনী মডেল থানায় ওই মামলা দায়ের করা হয়। তাৎক্ষণিকভাবে মামলার আসামিদের পরিচয় জানা যায়নি।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিষয়: বিএনপি আওয়ামী লীগ ত্রিমুখী newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।