পানিতে ডুবে বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

রাজিউর রাহমান | প্রকাশিত: ২ আগষ্ট ২০২৩, ০১:৫১

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলঅ ১২টার পর বশেমুরবিপ্রবির ক্যাম্পাসের লেকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টির সময় ওই দুই শিক্ষার্থী লেকের পাশে হাঁটছিলেন। এ সময় তাদের মধ্যে কেউ একজন পা পিছলে লেকের পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় অপরজন তাকে বাঁচাতে পানিতে নামেন। দুজনই সাঁতার না জানায় তলিয়ে যান।

দূর থেকে বিষয়টি দেখে এক ছাত্র দ্রুত লেকের পাড়ে যান। পরে অন্যদের সহযোগিতায় তাদের দুজনকে উদ্ধার করেন। এরপর প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ২৫০ শয্যা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান লেকের পনিতে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দু’জনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ দিকে, ছাত্রী মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। একটি নামেমাত্র মেডিকেল সেন্টার রয়েছে। কিন্তু সেখানে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, অক্সিজেন সেবা নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে লেক থাকলেও সেখানে ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top