পাহাড়ধসে মা-মেয়ে নিহত, নিম্নাঞ্চল প্লাবিত
শাকিল খান | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৩, ১৮:৫৯
প্রবল বর্ষণে বান্দরবান সদরে পাহাড়ধসে মা-মেয়ে নিহত হয়েছেন। ইতোমধ্যে মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বান্দরবান সদরের ৩ নম্বর ওয়ার্ড কমিশনার অজিত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়ার্ড কমিশনার অজিত দাস বলেন, সোমবার (৮ আগস্ট) দুপুরে পাহাড়ধসে বান্দরবান সদরে মা-মেয়ে নিহত হয়েছেন। তারা পৌরসভার কালাঘাটা বোদার পাড় এলাকার বাসি শীলের স্ত্রী ও মেয়ে। এদের মধ্যে বাসি দাসের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরে নদীর তীরবর্তী, অফিসার্স ক্লাব, ইসলামপুর, আর্মিপাড়া এলাকাসহ নিচু এলাকাসমূহে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসের কারণে পর্যটকবাহী গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়: বর্ষণ নিহত বিপৎসীমা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।