চেচঁড়া সীমান্তে ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ
জয়পুরহাট থেকে | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ২২:২৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচঁড়া সীমান্ত এলাকা থেকে ৪৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
২০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো নিশ্চিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে আসছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেচঁড়া সীমান্ত এলাকায় অবস্থান নেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যেগুলোর বাজার আনুমানিক প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ফেনসিডিল বিজিবি সদস্য জয়পুরহাট ভারতী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।