বিপদ কেটে যাওয়ায় সারাদেশে নৌযান চলাচল শুরু

শাকিল খান | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৩:২৯

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। ফলে রাজধানীর সদরঘাট থেকে সারা দেশে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

নৌ-পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।’

এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন এবং রাত ১টার দিকে এটি শান্ত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।

হামুনের প্রভাবে মঙ্গলবার দিনভর বরিশালের আকাশ মেঘলা ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top