গাজীপুরে ট্রাকে আগুন

শাকিল খান | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২২

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক দগ্ধ ও সহকারী আহত হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম (৪৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে।

জানা গেছে, সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। ব্যক্তি মালিকানাধীন গাড়িও কম দেখা যায়। কালিয়াকৈর থেকে বিভিন্ন শ্রমিকবাহি গণপরিবহন চলতে দেখা গেছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top