খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
শাকিল খান | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭

খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এক দোকান মালিক বলেন, ‘এখানে দরজা তৈরির কারখানা, বেশ কয়েকটি গুদাম, কাঠের ফার্নিচারের দোকান ছিল। শত্রুতার বশবর্তী হয়ে কেউ আগুন লাগিয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান জানান, কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।