বিমানের সিটের নিচে মিলল ৩৫ কেজি স্বর্ণ
শাকিল খান | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১০

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আনুমানিক ৩৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, আজ সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এ সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায়। পরে একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো ২৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। সব মিলিয়ে বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
তিনি আরও জানান, ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।