খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৪

শাকিল খান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ নেতা-কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে একটি বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আরও দুজনকে ধরে নিয়ে গেছে।

নিহতের মধ্যে রয়েছেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

এ ছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।

পানছড়ি থানার ওসি শফিউল আলম জানান, গতকাল ১১ ডিসেম্বর রাত ৯টা থেকে সাড়ে ৯ টার দিকে লোগাংয়ের অনিল পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top