গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২৩:৩৭
গোপালগঞ্জে হঠাৎ করে কুয়াশা পড়ায় বেড়েছে শীতে তীব্রতা। ভোর ৬টায় জেলার সর্বনিম্ম তাপমাত্রা ১১.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ভোর থেকেই বেড়েছে কুয়াশা প্রকোপ। গত দুই দিন ধরে সূর্য না উঠায় ও হিমেল হওযায় বয়ে যাওয়া বৃষ্টির ফোটার মত পড়ছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে সড়ক ও মহাসড়ক দিয়ে চালাচল করছে যানবাহন। অভাবের তাড়নায় শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষদের। গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাইরে বেড় হচ্ছেন।
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই ভীড় করছেন হাসপাতালগুলোতে। এরমধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। শীত আর কুয়াশার কারনে কৃষকরা জমিতে নামতে পারেনি। ফলে বীজতলা নষ্ট হবার অশংকা করেছেন তারা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কুয়াশা পড়ার পাশাপশি আগামী সপ্তাহে বৃস্টি হবার সম্ভবনা রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।