চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪, ২০:০৯
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক শফিউল আজম খান বলেন, এক্সপ্রেসয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতা-বশত পাইপটি ফেটে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ঘটনাটি সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পরে আগুন নেভানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।