আবারও বাংলাদেশে মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী
রায়হান রাজীব | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১৮:২৯
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আবারও পালিয়ে এসেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নেন।
সোমবার (১১ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, নতুন করে আরও ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এ সময় বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তারা সবাই মিয়ানমারের অংথাপায়া ক্যাম্পে কর্মরত ছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।