সাগর থেকে পাইপলাইনে তেল এল ইআরএলে

শাকিল খান | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ১৩:১৫

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে আসল। গভীর সমুদ্রে স্থাপিত এসপিএম বাংলাদেশের জ্বালানিখাতে যুগান্তকারী একটি সংযোজন। এসপিএমের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারের বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনস্থ কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top