যে হোটেলে বিনা পয়সায় সাহ্‌রি-ইফতার খাওয়ানো হয়

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১৩:৩১

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারের রফিক হোটেলে পবিত্র রমজান মাসে বিনা পয়সায় ইফতার ও সাহ্‌রি খাওয়ানো হয়।

কাঁচামালপট্টির ভাড়া জায়গায় রফিকুল ইসলামের রেস্তোরাঁ ব্যবসা ১৬ বছরের। এর মধ্যে ৯ বছর ধরেই তিনি রমজানের প্রতিদিন শতাধিক ব্যক্তিকে সেহরি ও ইফতারি খাইয়ে আসছেন বিনা পয়সায়।

স্থানীয়রা বলছেন, রফিকুল ইসলাম রফিক আক্কেলপুর পৌর শহরের কেশবপুর মহল্লার বাসিন্দা। সেখানেই তিন কক্ষের একতলা বাড়িতে থাকেন স্ত্রী-সন্তান নিয়ে। দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনা করছে। রফিক হোটেলের ৯ কর্মীর মধ্যে বাবুর্চি তিনজন ও ওয়েটার ৬ জন। ২০১৬ সালের রমজান থেকে এই হোটেলে বিনা খরচে সেহরি ও ইফতার খাওয়ানো শুরু করেন রফিকুল। সুবিধাভোগীদের তালিকায় হাটে আসা ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী, হাসপাতালে রোগীদের সঙ্গে আসা স্বজনও বেশি।

সেহরিতে প্রতিজনের জন্য থাকে গরুর মাংস, মাছ, ভাজি, ডাল ও এক গ্লাস দুধ। আর ইফতারে বিরিয়ানি, ছোলা বুট, বুরিন্দা বা বুন্দা, মুড়ি, পেঁয়াজু, বেগুনির সঙ্গে এক গ্লাস শরবত দেন।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top