ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে ৩১ শিক্ষার্থী হাসপাতালে
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৪:২৯
ভোলা সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কতৃপক্ষ। অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়ায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে।
ভোলার সিভিল সার্জন ডা. একেএম শফিকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করছে চিকিৎসকরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।