কেরানীগঞ্জে হাসপাতালে স্কুলছাত্রীর মৃত্যু, গ্রেপ্তার ৫
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৮:৩২
কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসায় তাসনিয়া জাহান তনয়া (১২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। মামলার পর হাসপাতালের চার চিকিৎসক ও ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তনয়ার মা রিক্তা পারভীন জানান, মঙ্গলবার মেয়েকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সকালে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে প্রায় দুই ঘণ্টা পার হয়। এর পরও তাঁর মেয়েকে অপারেশন থিয়েটার থেকে বের না করলে তিনি ভেতরে গিয়ে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে আছে। তিনি অভিযোগ করেন, ভুল চিকিৎসা করে তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। তিনি এর বিচার চান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।