বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১২:২৪

ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে মঙ্গল ও বুধবার বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। এতে অনেক স্থানে তাপমাত্রা কমে আসবে। তবে আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৫৬ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে এসেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top