একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়ে কী বললেন সোনিয়া?
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন সোনিয়া পারভিন (২২) নামের এক গৃহবধূ।বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।
সোনিয়া পারভিন উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের সবুজ শেখের স্ত্রী। তিনি পেশায় ভ্যানচালক।
সবুজ শেখ বলেন, আমি হতদরিদ্র ভ্যানচালক। দিন আনি দিন খাই। আমার আগের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী আবারো গর্ভবতী হয়ে পড়ে। আমরা নষ্ট করার সিদ্ধান্ত নেই। চিকিৎসক পরীক্ষা করে বলে একসঙ্গে ৩ সন্তান রয়েছে। তাই এটা নষ্ট করা ঠিক হবে না। তাই তার পরামর্শে রেখে দেই। ৮ মাসে আজ প্রসব বেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসি। একে একে ৪ শিশুর জন্ম হয়। শিশু ও মা সুস্থ থাকায় আমরা খুশি। কিন্তু এখন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক টাকা দরকার কিন্তু আমার তো কোনো টাকাপয়সা নেই। তাই চরম বিপাকে পড়েছি। তাই হৃদয়বানরা আমার পাশে দাঁড়ালে আমার এই শিশুগুলোর প্রাণ বেঁচে যাবে।
শিশুর মা সোনিয়া বলেন, শিশুগুলোকে বাঁচাতে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
ইসলামিয়া হাসপাতালের এমডি গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা নিয়ে সকালে সোনিয়াকে আমাদের এখানে আনার পর আমরা আল্ট্রাসনোগ্রাম করে ৪ শিশু নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা ও শিশুদের বাঁচাতে সিজারের পরামর্শ দেই। এরপর তাদের সম্মতিক্রমে ডা. ইখতিয়ার উদ্দিন সোহেল অপারেশন করেন। মা ও শিশুরা সুস্থ আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।