৪২ বছর ধরে রোজা রাখা দিনমজুর ইনছান আলী এবার যাচ্ছেন হজে
শাকিল খান | প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১৮:৩৪
দীর্ঘ ৪২ বছর ধরে রোজা রাখছেন কুড়িগ্রামের দিনমজুর ইনছান আলী (৮০)। এবার তার বহুদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন নবীর দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় আগামী ১০ জুন তার হজে যাওয়ার কথা রয়েছে। এ খবরে দারুণ খুশি আত্মীয় স্বজন ও এলাকাবাসী।
তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামের মৃত নছর উদ্দিন মুন্সির ছেলে। তার সম্পদ বলতে ১৪ শতক জমি ও বসতভিটা ছাড়া কিছু নেই। তার ৪ ছেলে ও ৩ মেয়ে। ছেলেরাও দিনমজুর, যা দেয় তা দিয়ে চলে ইনছান আলীর সংসার। তিন মেয়ের বিয়ে দিয়েছেন।
ইনছান আলী নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা রোজা রাখা শুরু করেন। এভাবেই কেটে গেছে তার ৪২ বছর। বছরে যে পাঁচদিন রোজা রাখা নিষিদ্ধ সে দিনগুলো বাদে সারা বছরই পালন করেছেন রোজা।
ইনছান আলী বলেন, অভাবের সংসারে রোজা রাখাও অনেক সময় কষ্টের। কতদিন যে শুধু পানি খেয়ে রোজা রেখেছি। সেহরিতে খাবার না থাকায় মুড়ি, চিড়া কখনো কচু গাছ সেদ্ধ করে খেয়ে রোজা রেখেছি। যত কষ্টই হয়েছে এরপরও রোজা রাখা ছাড়িনি। ইফতারে কখনো চকলেট কখনো শুধু পানি কখনো আবার গাছের পাতা চিবিয়ে ইফতার করতাম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলতাম ‘আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি যেন বাকি সময় রোজা রাখতে পারি।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।