দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ মে ২০২৪, ১২:৫২
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একযোগে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের এই নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ১০ জেলার মোট ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। চেয়ারম্যানসহ তিনটি পদে মোট প্রার্থী রয়েছেন এক হাজার ৮২৪ জন।
১৫৬ উপজেলায় মোট ভোটার তিন কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন। ২৪টি উপজেলায় ভোট হবে ইভিএমে। ভোটকেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য।
দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা আদর্শ নগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভোটের পরিবেশ না থাকায় বান্দরবনের রুমা উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। একইসাথে মামলা এবং মৃত্যুজনিত কারণে তিন উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এবার চার ধাপে উপজেলা নির্বাচন করছে ইসি। ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপে ৩৬.১০ শতাংশ ভোট পড়ে। আগের উপজেলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি কম। ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গত রোববার ভোটার বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
বিষয়: উপজেলায় ভোটগ্রহণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।