বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সুজন হাসান | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৪, ১২:১৭

ছবি: সুজন হাসান

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও নিহতদের স্মরণে নীলফামারীর ডোমারে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল করেছে উপজেলার ১৫ বছরের সামাজিক সংগঠন 'হৃদয়ে ডোমার'।

গত শুক্রবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক সংগঠন 'হৃদয়ে ডোমার'-এর আয়োজনে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুজন হাসানের আহ্বানে অনুষ্ঠিত হয় মোমবাতি প্রজ্জ্বলন।

এতে হৃদয়ে ডোমারের সমন্বয়ক মোঃ আতাউর রহমান, সদস্য মোঃ আব্দুল ওয়াহাব, মোঃ তানভীর রাশেদ, ডোমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মুহাম্মদ মিলন, মোঃ বাঁধন ইসলাম, অর্নব আহমেদ আলিফ প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ ও ডোমারবাসী উপস্থিত ছিলেন।

এসময় ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন সহ তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top