তিন পৌরসভার ভোট ৩ মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৮:২৮

তিন পৌরসভার ভোট ৩ মাসের জন্য স্থগিত

দেশের তিনটি পৌরসভার নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই তিন পৌরসভা হলো- যশোর পৌরসভা, মুন্সীগঞ্জের মীর কাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনটি রিট আবেদনের শুনানির পর এই আদেশ দেন।

এই তিনটি পৌরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না এবং ভোটারদের বাদ দেয়ার অভিযোগ এনে সংশ্লিষ্ট ব্যক্তিরা রিট করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী সাংবাদিকদের এই আদেশের কথা নিশ্চিত করেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানা গেছে।

মীর কাদিম ও কালাই পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। আর পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল যশোরে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top