চাকসু-রাকসু নির্বাচন: মনোনয়ন, ভোট ও নতুন প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর অবশেষে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসু নির্বাচনের প্রক্রিয়া। আজ সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, চাকসু ফরম নিতে লাগবে ৩০০ টাকা আর হল সংসদে ২০০ টাকা। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে ১০২টি বিশেষ ইস্পাতের ব্যালট বাক্স। প্রতিটি বাক্সে খরচ হচ্ছে ৩ হাজার ৪শ টাকা। ভোট গণনা হবে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে।

ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার শুরু হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন, জিএসে ১৪ জন এবং এজিএসে ১৬ জন। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top