রংপুরে কমিউটার ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
রংপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির কারণে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সৌভাগ্যবশত এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান, উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।